• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যেতে চান রাখি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১১:২৮ পিএম

স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যেতে চান রাখি

বিনোদন ডেস্ক

লিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। মাঝে মধ্যেই নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন এই অভিনেত্রী। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।

গেল বছর তার প্রেমিক আদিল দুররানির সঙ্গে আইনিভাবে বিয়ে করেছেন রাখি। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে এই বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন বলে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়।

এমনকি রাখি সাওয়ান্ত বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন রাখি সাওয়ান্ত ফাতিমা।

এ খবর প্রকাশের পর কোথায় হানিমুনে যাবেন তারা- এ নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। তবে হানিমুনের আগে ওমরাহ পালনের ইচ্ছার কথা জানান এই দম্পতি।

রাখি জানিয়েছেন, তারা আল্লাহর কাছে দোয়া চেয়ে একসঙ্গে তাদের যাত্রা শুরু করতে চান এবং এটি তার ও আদিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইন্সট্যান্ট বলিউডের একটি ভিডিওতে এ বিষয়টি জানা যায়। এতে তিনি বলেন, আমরা প্রথমে ওমরাহ করতে যাব। এটি খুবই গুরুত্বপূর্ণ, একবার সম্পর্কটি সেখানে সিল হয়ে গেলে কেউ এটি ভাঙতে পারবে না। যে সম্পর্ক আল্লাহ বাঁধেন, কেউ তা ভাঙতে পারে না।

এর আগে এক ভিডিওতে দেখা যায়, আবায়া পরিধান করে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মাকে দেখতে যাচ্ছেন রাখি।

জানা যায়, গত বছরের ২৯ মে ইসলামী নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। বিষয়টি নিকাহনামায় উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বরাবরই প্রেম-বিয়ে নিয়ে জটিলতার সম্মুখীন হতে হয়েছে রাখিকে। অভিনেত্রীর জীবনে বারবার প্রেম এলেও বেশিরভাগ সময়েই স্থায়ী হয়নি সেই সম্পর্কগুলো। আদিলের আগে ব্যবসায়ী রীতেশকে বিয়ে করেন রাখি। কিন্তু রিয়েলিটি শো ‘বিগ বস’ শেষ হতেই বিবাহবিচ্ছেদ হয় তাদের।

আর্কাইভ