• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দুর্ঘটনায় ৩০টির বেশি হাড় ভেঙেছে অভিনেতার

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১০:৪৫ পিএম

দুর্ঘটনায় ৩০টির বেশি হাড় ভেঙেছে অভিনেতার

বিনোদন ডেস্ক

বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন হলিউড অভিনেতা জেরেমি রেনার। রাস্তায় জমে থাকা বরফ সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক চোট পান মাথায় ও কোমরে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সপ্তাহ দুয়েক হাসপাতালে কাটিয়ে সদ্য বাড়ি ফিরেছেন অভিনেতা।

চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মার্ভেল ‘হকআই’ খ্যাত তারকা জেরেমি। হাসপাতাল থেকে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন, চলছে ফিজিওথেরাপি। নিজের শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অনুরাগীদের জানালেন।

চিকিৎসা চলাকালীন হাসপাতালের বিছানায় শুয়ে-বসে বিভিন্ন সময় নিজের আপডেট জানাতেন জেরেমি। চিকিৎসকদের যত্ন এবং অনুরাগীদের প্রার্থনার জোরেই সুস্থ হয়ে উঠছেন বলেও কৃতজ্ঞতা ঝরে পড়ে তার কণ্ঠে। বাড়িতে ফিরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জেরেমি লেখেন, ‘৩০-এর বেশি হাড় ভেঙেছিল, আপনাদের সকলের ভালোবাসার জোরে তাও জুড়ে যাবে। পরিবার ও বন্ধুরা আছেন, ওদের সাহায্যে দ্রুত সুস্থ হয়ে উঠব।’

গত ১ জানুয়ারি আমেরিকার নেভাদায় রাস্তায় জমে থাকা বরফ সরাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। এক আত্মীয়ের গাড়িকে বরফ থেকে বের করার চেষ্টা করছিলেন। কিন্তু তা করতে গিয়ে বরফ সরানোর যন্ত্রের তলায় চাপা পড়ে যান জেরেমি। তার এবারের জন্মদিন কেটেছে হাসপাতালে। সেখানেই চিকিৎসক-নার্সদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।

উল্লেখ্য, প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ার জেরেমি রেনারের। ‘দ্য হার্ট লকার’, ‘দ্য টাউন’-এর জন্য দুইবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ‘মিশন ইমপসিবল’, ‘থর’, ‘আমেরিকান হাসল’, ‘অ্যারাইভাল’-এর মতো জনপ্রিয় ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাকে। গত বছর ডিজনি প্লাসের আলোচিত সিরিজ ‘হকআই’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।

আর্কাইভ