• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দাম্পত্যের এক বছর, যা বললেন রাজ-পরী (ভিডিও)

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০৯:৩৯ পিএম

দাম্পত্যের এক বছর, যা বললেন রাজ-পরী (ভিডিও)

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। তবে হঠাৎ পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে আসে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ নিয়ে।

কিন্তু বিচ্ছেদের ব্যাপারটিই আবারও গুঞ্জনে পরিণত হয়ে শেষ হয়ে যায়। দিনশেষে আবারও একসঙ্গেই থাকছেন তারা।

গেল বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন তারা।

বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানালেন পরী। বিয়ের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘড়োয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। তাদের দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে এই দম্পতির নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। চলতি বছর দুই থেকে তিন হয়েছেন রাজ-পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

আর্কাইভ