• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পরীমণি মানবিক একটা মেয়ে, তার মনটা খুবই নরম : জুয়েল

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৪:১৩ এএম

পরীমণি মানবিক একটা মেয়ে, তার মনটা খুবই নরম : জুয়েল

বিনোদন ডেস্ক

আজ শুক্রবার (২০ জানুয়ারি) প্রেক্ষাগৃহে আসছে পরীমণির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।’ যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এতে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন পরী।

বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নায়িকা। ৫ মাসের পুত্রসন্তান রাজ্যকে নিয়ে খুব সকালে ছুটে যাচ্ছেন শহরের বিভিন্ন স্কুলে। সেখানে শিশুদের নিয়ে নির্মিত সিনেমাটির নানান তথ্য তুলে ধরছেন রাজ্যর মা। সবাইকে আহ্বান জানাচ্ছেন হলে গিয়ে সিনেমাটি দেখার।

আর পুরো প্রজেক্টে পরীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল। বললেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন করতে গিয়ে পরীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। শুরু থেকেই সিনেমাটিকে একান্ত নিজের ভেবেই সে কাজটি করেছে।’

একটি উদাহরণ টেনে তিনি বলেন, ‘করোনার সময় সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করার অনুমতি পেতে আমাদের সমস্যা হচ্ছিল। এ নিয়ে আমরা খানিক চিন্তিত হয়ে পড়ি। সে সময়ে পরীকে বিষয়টি জানাই। সে একটা কলেই জিনিসটার সমাধান করে দেয়। এটা তার পক্ষেই সম্ভব। মানুষ তাকে সম্মান দেয়। পরে যথাযথ নিয়ম মেনে আমরা সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করি।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাতার কথায়, ‘পরীমণি মনখোলা, মানবিক একটা মেয়ে। তার মনটা খুবই সফট। আপনি যদি ইমোশনাল হন সেও আপনার সঙ্গে ইমোশনাল হবে, আপনি প্রফেশনাল হলে সেও প্রফেশনাল হবে, আপনি বাজে কথা বললে সেও বলবে। যে যেমন তার সঙ্গে তেমন।’

আর্কাইভ