• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাহিদ কাপুরের বাড়ি ভাড়া নিলেন কার্তিক! ভাড়া জানলে অবাক হবেন

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ১১:৪০ পিএম

শাহিদ কাপুরের বাড়ি ভাড়া নিলেন কার্তিক! ভাড়া জানলে অবাক হবেন

বিনোদন ডেস্ক

বলিউড তারকা শাহিদ কাপুরের পুরোনো বাড়ি ভাড়া নিয়েছেন কার্তিক আরিয়ান। তিন বছরের জন্য বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। 

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে বহুতল ভবনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ‘ভুলভুলাইয়া-২’ খ্যাত অভিনেতা। ওই বাড়িটির মালিক শাহিদ কাপুর। 

বাড়িটি তিন বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। চুক্তিপত্রে রয়েছে কার্তিকের মা মালা তিওয়ারি এবং শাহিদের স্ত্রী মীরা রাজপুতের নাম।

সূত্রের বরাতে আনন্দবাজার প্রত্রিকা জানায়, বাড়ি ভাড়া বাবদ মাসিক সাড়ে ৭ লাখ টাকা দিতে হবে কার্তিককে। এছাড়া চুক্তিপত্র অনুযায়ী, প্রতি বছর ৭ শতাংশ হারে বাড়বে বাড়ি ভাড়ার পরিমাণ। 

ফলে দ্বিতীয় বছর বাড়ি ভাড়া হবে ৮ লাখ ২০ হাজার টাকা এবং তৃতীয় বছরে সেই ভাড়ার পরিমাণ হবে ৮ লাখ ৫৮ হাজার টাকা।

শাহিদ ও মীরা দম্পতি সম্প্রতি তাদের বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেছেন। ২০১৮ সাল থেকে কার্তিকের ভাড়া নেওয়া বাড়িতেই সপরিবারে থাকতেন শাহিদ। 

এর আগে মুম্বাইয়ের ভারসোভা অঞ্চলে একটি ছোট্ট ফ্ল্যাটে ভাড়া থাকতেন কার্তিক। ২০১৯ সালে প্রায় দুই কোটি টাকায় সেই ফ্ল্যাটটি কিনে নেন তিনি।

আর্কাইভ