• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে, অভিযোগ তসলিমার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৬:০৭ পিএম

বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে, অভিযোগ তসলিমার

বিনোদন প্রতিবেদক

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন অভিযোগ করছেন শল্য চিকিৎসকের ভুলে স্থায়ীভাবে পঙ্গু হতে যাচ্ছেন তিনি। নিজের এ পরিণতির জন্য চিকিৎসকের পাশাপাশি নিজেকেও দুষছেন তিনি। ধিক্কার দিচ্ছেন নিজেকে। 

একইসঙ্গে তিনি এমন অভিযোগও করছেন যে তাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে, যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশান করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে এবং ভেবে সুখ পাবে যে  তার ট্রিট্মেন্ট হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এসব কথা লিখেছেন বিতর্কিত এই লেখিকা।  

তসলিমা নাসরিন লিখেছেন- ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙ্গেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিট্মেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে,  ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।

ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি এক্সরে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনও ফ্র্যাকচার হয়নি সেদিন। ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনও ব্যথা ছিল না, কোনও সুয়েলিং ছিল না।  

তবে তসলিমার এসব অভিযোগের বিষয়ে চিকিৎসকদের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

আর্কাইভ