• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

একটা সুন্দর সকালের অপেক্ষায় পরীমণি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১১:৪৩ পিএম

একটা সুন্দর সকালের অপেক্ষায় পরীমণি

বিনোদন ডেস্ক

বাকি মাত্র একদিন। আগামী শুক্রবার (২০ জানুয়ারি) প্রেক্ষাগৃহে আসছে পরীমণির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।’

বিগত কয়েক দিন ধরেই শীতকে উপেক্ষা করে খুব সকালে শহরের বিভিন্ন স্কুলে ছুটে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। মায়ের ছায়াসঙ্গী হয়ে ঘুরছে ছোট্ট রাজ্যও।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পরী লিখেছেন, একঝাঁক ছোট্ট পাখিরা কাল সিনেমা হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাব। দেখা হবে আগামীকাল সিনেমা হলে। আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে রাজ্যর মা লেখেন, একটা সুন্দর সকালের অপেক্ষা।

ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। যেহেতু সিনেমাটি শিশুদের নিয়ে নির্মিত, তাই রাজধানীর বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে সিনেমাটির নানান তথ্য তুলে ধরেছেন রাজ্যর মা।

আর্কাইভ