• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ওয়েব সিরিজটি কি সালমান শাহর মৃত্যুরহস্য ঘিরে?

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৬:৩০ পিএম

ওয়েব সিরিজটি কি সালমান শাহর মৃত্যুরহস্য ঘিরে?

বিনোদন ডেস্ক

তিনি যখন কাজের মধ্যে নিজেকে প্রমাণ করে নিলেন তিনি সেরাদের সেরা, ইন্ডাস্ট্রির স্টাইল আইকন সারা বাংলার মানুষের কাছে সুপারস্টার, ঠিক সে সময় নিভে যায় তার জীবনের প্রদীপ। তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

জানা গেল আত্মহত্যা করেছেন তিনি। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সে সময় থেকে আজ পর্যন্ত স্কলের মনে একটাই প্রশ্ন কেন আত্মহত্যা করলেন সালমান শাহ? অনেকে প্রশ্ন তোলেন আসলেই কি আত্মহত্যা নাকি হত্যা?

এমনই এক গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই তে আসছে এক ওয়েব  সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। এ খবরে সবাই ভাবছেন তবে কি সালমান শাহর মৃত্যুরহস্য নিয়ে নির্মাণ হচ্ছে এ সিরিজ?

সংবাদ মাধ্যমে নির্মাতা তানিম রহমান অংশু বললেন,  হয়তো তার কাহিনীর মতোই লাগবে। কিন্তু এটি একটি ফিকশন। সালমান শাহর সঙ্গে হয়তো কিছুটা মিলে যাবে, কিন্তু এটি তার ঘটনা নয়।

এই সিরিজে অভিনয় করেছেন অপূর্ব,তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, শাহনাজ সুমি, তানভীরসহ আরও অনেকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অংশু ওয়েব সিরিজটিতে গত এক বছর ধরে কাজ করছেন। ‘ন ডরাই’ এর পর এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবেও উল্লেখ করেছেন।

নির্মাতা জানান, শুটিং শেষ। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। আগামী ভালোবাসা দিবসে সিরিজটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।

আর্কাইভ