• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজের পথেই কি হাঁটছেন শুভশ্রী?

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৪:০৬ পিএম

রাজের পথেই কি হাঁটছেন শুভশ্রী?

বিনোদন প্রতিবেদক

টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন কেড়েছেন।তবে অভিনয়ের পর কি এবার নতুন ভূমিকায় অভিষেক হতে চলেছে শুভশ্রীর? 

ইনস্টাগ্রামে তার একটি ছবি এমন প্রশ্নের জন্ম দিয়েছে। পরনে কালো চামড়ার জ্যাকেট। মানানসই কানের দুল। জুতসই মেকআপ করে চেয়ারে বসে আছেন শুভশ্রী। সামনের ফোটোফ্রেমে রাখা রাজ-শুভশ্রীর ছবি। রাজের অফিসে ঠিক এ ভাবেই দেখা গেল তাকে।

রাজের চেয়ারে বসে এমনই এক ছবি পোস্ট করেন শুভশ্রী। তবে কি এ বার নতুন প্রযোজক ইন্ডাস্ট্রিতে? না, সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। 

তবে তিনি নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, “প্রযোজকের মতো” তার পর রাজকে সম্বোধনও করেছেন সেই ছবিতে। শুভশ্রীর স্বামী রাজ পরিচালক এবং প্রযোজক। সেই পথেই কি এ বার হাঁটবেন তিনি, সেই প্রশ্ন সবার মনে।

আর্কাইভ