• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আ.লীগের জনসভা নিয়ে যা বললেন চিত্রনায়িকা মাহি (ভিডিও)

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৩:৩৫ এএম

আ.লীগের জনসভা নিয়ে যা বললেন চিত্রনায়িকা মাহি (ভিডিও)

ভিডিও

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভা নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ভিডিও বার্তায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।

২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন- আসসালামু আলাইকুম চাঁপাইনবাবগঞ্জবাসী। আমি আপনাদের এলাকার মেয়ে মাহিয়া মাহি সরকার। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারি বিকাল ৩টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় আমি যাচ্ছি। আপনারাও দলে দলে যোগ দিন।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, গোমস্তাপুর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে এ জনসভার আয়োজন করেছে দলটি। জনসভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আর্কাইভ