প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৩:০৩ এএম
প্রায় চার বছর পর পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন চমক ‘পাঠান’। এতে কিং খানের সঙ্গী হয়েছেন বলিউডের গ্ল্যামারাস নায়িকা দীপিকা পাড়ুকোন।
সিনেমাটির ‘বেশরম রং’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসতেই বাধে বিপত্তি। গানটি ঘিরে বিতর্ক যেন থামার নয়! বিশেষ করে দীপিকার পোশাকে গেরুয়া রং ব্যবহারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়।
‘বেশরম রং’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসার পর যারা প্রতিবাদের সরব হয়েছিলেন, তাদের অনেকেই বিজেপি নেতা। আর তাই এবার ‘পাঠান’ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় জনতা পার্টির নির্বাহী কমিটির সভার দ্বিতীয় দিনে ‘পাঠান’ নিয়ে দলের নেতা–কর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন তিনি।
গত ১০ ডিসেম্বর ‘পাঠান’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর সিনেমাটি ঘিরে সমালোচনা অনেকটাই কমে গেছে। শুরু থেকেই ট্রেলারটি অন্তর্জালে ঝড় তুলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির আড়াই মিনিটের ট্রেলারজুড়ে রয়েছে মারকাটারি অ্যাকশন ও সংলাপ, যা সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহ বাড়িয়ে তুলেছে।