• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমাকে নিয়ে নোংরামি করবেন না: শ্রীলেখা

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০২:৩৬ এএম

আমাকে নিয়ে নোংরামি করবেন না: শ্রীলেখা

শ্রীলেখা

বিনোদন ডেস্ক

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর শুরু হয়েছে ১৪ জানুয়ারি (শনিবার) এবং উৎসবের পর্দা নামবে আগামী ২২ জানুয়ারি।


তবে শ্রীলেখা তার ছবি নিয়ে ঢাকায় আসেন সোমবার।  নিজের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ সিনেমার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তিনি। এ সিনেমায় একইসঙ্গে পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন তিনি। সিনেমা প্রদর্শনীর পর বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকদের সময় দেন শ্রীলেখা।


কিন্তু তাকে নিয়ে প্রকাশিত নিউজ অনেকটাই হতাশ করেছে। অনেক প্রশ্নেরই সহজ-সরল উত্তর দেয়ার পরও তাকে নিয়ে চটকদার শিরোনামে নিউজ করেছে বেশকিছু নিউজপোর্টাল, যা দেখে মোটেও খুশি হননি তিনি।


এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রীলেখা আনুরোধ করে বলেন, দয়া করে আপনারা আপত্তিকর শিরোনাম দিয়ে আমাকে নিয়ে নিউজ করবেন না।  আমার ১৭ বছরের একটি মেয়ে আছে।


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমার বাবার দেশ, এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাই না।’এমন নিউজের শিরোনামে অনেকটা হতাশ হওয়ার পাশাপাশি বাংলাদেশি মিডিয়ার ওপর ক্ষোভও প্রকাশ করেন এ টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী।

আর্কাইভ