• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

হ্যাটট্রিক করতে যাচ্ছেন শাকিব খান!

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১১:০৮ পিএম

হ্যাটট্রিক করতে যাচ্ছেন শাকিব খান!

বিনোদন ডেস্ক

তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’র মাধ্যমে আসন্ন ঈদ মাতাবেন শাকিব! গত ঈদে শাকিব খানের একটি ছবিও মুক্তি পায়নি। ঢালিউড কিংয়ের জন্য বিষয়টি একেবারে বেমানান। তাই এবার আসছে রোজার ঈদে হ্যাটট্রিক করতে যাচ্ছেন এই নায়ক। কারণ মুক্তির মিছিলে চলে এসেছে তার তিন ছবি।

এই তিন ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তিন নায়িকা। লিডার-এ আছেন বুবলী, আগুন-এ জাহারা মিতু এবং অন্তরাত্মা-তে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। তিনটি ছবিরই শুটিং শেষ। সম্পন্ন হয়েছে সম্পাদনার কাজও। এর মধ্যে ‘লিডার’ সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি লাভ করেছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় শাকিব খানের সঙ্গে। তবে তিনি জানালেন, পুরোটাই নির্ভর করছে প্রযোজক-পরিচালকদের ওপর। তারা চাইলে ছবিগুলো মুক্তিতে কোনো বাধা থাকবে না। তবে শাকিব খান চাইছেন, মুক্তির জন্য প্রস্তুত থাকা তার সব ছবি মুক্তি পাক। নতুন করে তিনি তার মতো করে কাজে ফিরবেন।

‘লিডার’ ছবির পরিচালক তপু খান। তিনি বলেন, “এটা আমার পরিচালিত প্রথম ছবি। সবকিছু চূড়ান্ত, আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘লিডার’।’’

পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, ছবিটি মুক্তির বিষয়টি নির্ভর করছে প্রযোজকের ওপরে। তিনি চাইলে ঈদে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’। প্রস্তুতি তেমনটাই। অন্যদিকে বদিউল আলম খোকন মনে করেন, তার ছবিটা পুরোটাই আগুন। যা ঈদ উৎসবকে ঘিরে যেমন ছবি মুক্তি পাওয়া উচিত—এটা সেরমকই। তার আত্মবিশ্বাস, ‘আগুন’ মুক্তি পেলে সুপার হিট হবে ছবিটি। ঈদে মুক্তির উদ্দেশ্যে এগোচ্ছি।

আর্কাইভ