• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

সাদার ভেতরে সব উত্তর, শীতে উত্তাপ ছড়ালেন মিম

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১১:০৭ পিএম

সাদার ভেতরে সব উত্তর, শীতে উত্তাপ ছড়ালেন মিম

বিনোদন ডেস্ক

গতকাল ফেসবুকে নিজের পেজে আবেদনময়ী উষ্ণতা ছড়ানো কিছু ছবি পোস্ট করেন নায়িকা মিম। আর তাতে যেনো এই শীতে ভক্তদের হৃদয় উষ্ণ করে তুলেন মিম। স্বামীকে নিয়ে দুবাই ঘুরে এসে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আর ফিরেই উষ্ণতা ছড়ালেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা রং-এর পোশাক পড়ে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে এসেছেন মিম। আবেদনময়ী ভঙ্গিতে একেকটি লুক যেন ভক্তদের হৃদয়ে গেঁথে গিয়েছে। ছবির ক্যাপশনে এই নায়িকা লেখেন, ‘সাদার ভেতরে সবকিছুর উত্তর আছে, তাতে কি কোনো সন্দেহ।’

মিমের এই ছবিতে ভক্তরাও যেনো ঝাপিয়ে পড়ছে। মিমের ছবির ও সৌন্দর্য্যর প্রশংসাও করছে সকলে। কমেন্টে নওরীণ নুসরাত নোহা লেখেন, ‘কাঠগোলাপের সাদার মায়া।’ মান্না লেখেন, ‘আমি চিন্তা করি তার ক্যামারাম্যানের কথা।’ রেজা শহীন লেখেন ‘আগুন জ্বলেরে।’ শাপলা লেখেন, ‘সুন্দর লাগতিছে, আপু।’

এদিকে, পরাণ ও দামাল সিনেমায় বাজিমাতের পর বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন এই অভিনেত্রী। তার নতুন সিনেমার নাম ‘মানুষ’। মিমের বিপরীতে অভিনয় করবেন ভারতীয় নায়ক জিৎ।

আর্কাইভ