• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘এত রেসপন্স পাব ভাবিনি’

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১০:৫১ পিএম

‘এত রেসপন্স পাব ভাবিনি’

বিনোদন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আফরোজা রুপা। জন্ম গানের তীর্থভূমি নেত্রকোনায়। ছোট থেকেই গান শিখছেন। হাতেখড়ি মায়ের কাছে তিন বছর বয়সে। ছায়ানটেও শাস্ত্রীয় সংগীত শিখেছেন।

সম্প্রতি প্রকাশ পেয়েছে রুপার নতুন গান-ভিডিও ‘এমন ভালোবাসব তোমায়’। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন সান সায়েক। ভিডিও নির্মাণে ছিলেন শুভব্রত সরকার।

গানটি নিয়ে রুপা বলেন ‘কথা, সুর, সংগীতায়োজন সব দারুণ লাগায় গানটি গাইতে আগ্রহী হই। প্রকাশের পর এত রেসপন্স পাব ভাবিনি। কৃতজ্ঞতা জানাই গান সংশ্লিষ্ট সবার প্রতি, পর শ্রোতা-দর্শকদের সাড়ায় আমি অভিভূত।’

ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশন চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। পাশাপাশি শোনা যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

আর্কাইভ