• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

জয়ার কাছে ইলিশ খাওয়ার আবদার করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৯:৪২ পিএম

জয়ার কাছে ইলিশ খাওয়ার আবদার করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী

বিনোদন ডেস্ক

ঢালিউড-টলিউড মাতিয়ে জয়া আহসান যে বলিউডেও পা রেখেছেন, তা জানা গিয়েছিল আগেই। যে সিনেমার মাধ্যমে বলিউডে জয়ার অভিষেক হতে যাচ্ছে, শনিবার (১৪ জানুয়ারি) সেটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার কাজ শুরু হয়েছিল গত বছরের ৭ ডিসেম্বর। অনিরুদ্ধ রায় চৌধুরির পরিচালনায় প্রাথমিকভভাবে “করক সিং” নামে সিনেমাটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

প্রথমবারের মতো পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জুটি বেঁধেই রীতিমতো তার গুণমুগ্ধ হয়ে গেছেন জয়া আহসান। অভিনয়, কাজে সহযোগিতাপূর্ণ মনোভাব থেকে শুরু করে সবকিছুতেই ভারতীয় এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ জয়া।

পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে জয়া আহসান  বলেন, “পঙ্কজ ত্রিপাঠি খুবই সাধারণ, স্বাভাবিক একজন মানুষ। তারকাখ্যাতি জিনিসটি তার মধ্যে নেই। তিনি ভীষণ সহযোগী একজন অভিনেতা। তিনি প্রায় সময়ই আমাদের জন্য খাবার নিয়ে আসতেন।”

বাংলাদেশি এই অভিনেত্রী আরও বলেন, “উনি নিখুঁতভাবে বলছিলেন আমার কাজ নিয়ে। আমি জিজ্ঞেস করিনি কোন কাজ দেখেছেন। একজন সহঅভিনেতাকে জানার চেষ্টা দেখে ভালো লেগেছে। শুটিংয়ের ফাঁকে আমাদের দেশ-বিদেশের কাজ নিয়ে কথা হতো। সব মিলিয়ে তার সঙ্গে শুটিং কিংবা আড্ডায় অনেক কিছু শিখেছি। এত সব গুণী অভিনেতা সবার কাছ থেকেই অনেক কিছু শেখার ছিল।”

বাংলাদেশে আসার ব্যাপারে পঙ্কজ ত্রিপাঠির ইচ্ছার প্রসঙ্গে জানতে চাইলে জয়া বলেন, “পঙ্কজ এবং তার স্ত্রী বাংলাদেশে আসার জন্য খুব আগ্রহ দেখিয়েছেন। এক পায়ে খাড়া। সুযোগ পেলেই আসবেন। শুটিংয়ের সময় ত্রিপাঠি ইলিশ মাছ খেতে চেয়েছিলেন। কিন্তু সেখানে তো বাংলাদেশের ইলিশ মাছ পাওয়া যায় না। তাকে বলেছি বাংলাদেশে আসতে। এলে তো সবার আগে অবশ্যই ইলিশ মাছ খাওয়াব। এই মানুষটা এত খাবার পছন্দ করেন, এমন ভোজনরসিক মানুষকে বাঙালিয়ানা খাবার খাওয়াতেও ভালো লাগবে।”

ঢালিউড-টলিউডে অভিনয়ের মাধ্যমে প্রশংসার পাশাপাশি ঢের পুরস্কারও জিতেছেন জয়া আহসান। এবার নাম লেখালেন বলিউডেো। নিরন্তর এই ছুটে চলার অণুুপ্রেরণার কথা জানিয়ে তিনি বলেন, “জানেন আমার কোনো অনুপ্রেরণা নেই। আমি কাজটাই করে যেতে চাই। নতুন কিছু শিল্পীর সঙ্গে কাজ করাটাও এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি। কলকাতার অনেক কাজ করেছি। বলিউডের বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছি। যেখানেই যাই, আমার কাছে অভিনয়ের ক্ষেত্রটা একই রকম মনে হয়। এবার বলিউডেও সব একই, শুধু হিন্দি ভাষাটাই আলাদা একটি অভিজ্ঞতা ছিল। নিজস্ব সংস্কৃতির বাইরে গিয়ে কাজ করাটা আমাদের কাছে দারুণ লাগে।”

বলিউডে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে জয়া বলেন, “বলিউডে কাজগুলো আরও বড় পরিসরে হয়। আমরা সচরাচর যেভাবে শুটিং করি তার চেয়ে পরিসরটা বড় থাকে। খুব বেশি পেশাদার লোকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্যরকম। পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী আরও যারা ছিলেন সবাই অনেক গুণী অভিনয়শিল্পী।”

জানা গেছে, “করক সিং” ছবিটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার, যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে। এই গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। পঙ্কজ ত্রিপাঠি আর জয়া আহসান ছাড়াও “করক সিং” সিনেমায় দেখা যাবে সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখকে।

আর্কাইভ