• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘পাঠান’-এর শুটিংয়ে তোলা শাহরুখের যে ছবিটি নিয়ে এত আলোচনা

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:২৩ পিএম

‘পাঠান’-এর শুটিংয়ে তোলা শাহরুখের যে ছবিটি নিয়ে এত আলোচনা

বিনোদন ডেস্ক

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের ছবিটি দিয়েই চার বছরের বেশি সময় পর বড় পর্দায় নায়ক হিসেবে ফিরছেন তিনি। মুক্তির আগে অবশ্য নানা আলোচনা-সমালোচনা হয়েছে সিনেমাটির গান নিয়ে। তবে ১০ জানুয়ারি ট্রেলার মুক্তির পর থেকেই সব চুপ—ভক্তরা প্রশংসা করেছেন ট্রেলারটির। তবে দিন দুই হলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ‘পাঠান’-এর শুটিংয়ের একটি ছবি।

মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলেছে ‘পাঠান’। অনেক বক্স অফিস বিশ্লেষক পূর্বানুমান করেছেন, চলতি বছরের প্রথম ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে এটি। এদিকে গতকাল শনিবার বুর্জ খলিফায় প্রদর্শিত হলো ‘পাঠান’-এর ট্রেলার। কালো পোশাক, মানানসই জ্যাকেটে সেখানে দেখা যায় শাহরুখকে। বুর্জ খালিফার সামনের এক মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ দুই হাত ছড়িয়ে তাঁর চিরপরিচিত ভঙ্গিতে পোজ দেন।

এদিকে ছবিটি নিয়ে নানা আলোচনার মধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ‘পাঠান’-এর শুটিংয়ের সময় তোলা শাহরুখের একটি ছবি। সিনেমার সঙ্গে যুক্ত একজন ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আলোচিত ছবিটিতে দেখা যাচ্ছে, শাহরুখকে শূন্যে তুলে রেখেছেন ‘পাঠান’-এর কলাকুশলীরা; তাঁদের হাতে ভর দিয়ে অভিনেতা শুয়ে আছেন।
শাহরুখ–ভক্তরা দারুণ পছন্দ করেছেন ছবিটি। এক ভক্ত মন্তব্য করেছেন, শাহরুখকে এভাবে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।

জানা গেছে, শাহরুখের ফ্যান ক্লাব দেশজুড়ে ৫০ হাজার মানুষের জন্য ‘পাঠান’ ছবির প্রথম দিনের প্রথম শোর টিকিট অগ্রিম বুকিং করেছে। ফ্যান ক্লাবের উপদেষ্টা যশ পরজানি জানিয়েছেন যে এসআরকে ইউনিভার্স ২০০-এর বেশি শহরে শাহরুখ–ভক্তদের জন্য ‘পাঠান’ ছবির শোর আয়োজন করবে। মুক্তির প্রথম দিন মুম্বাইতে ‘পাঠান’-এর সাত-আটটি শোর আয়োজন করছে তারা। দিল্লিতে ছয়টির মতো শোর আয়োজন করা হবে।

আর্কাইভ