• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত: ডিপজল

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৪:১৪ পিএম

যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত: ডিপজল

বিনোদন ডেস্ক

চলতি বছর নতুন ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। আর ডিপজল মানে নতুন কিছু। একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন তিনি। প্রযোজক হিসেবেও পেয়েছেন সফলতা।

ধামাকার ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিপজল লিখেছেন, ‘যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত। কাজেই সবকিছুর প্রমাণ মিলবে। আসছে নতুন ধামাকা।

জানা গেছে, দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন গুণী নির্মাতা এফ আই মানিক। নাম ঠিক না হওয়া এই সিনেমায় অভিনয় করবেন ডিপজল ও দিপু। এ ছাড়াও আর কে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতা ও চলচ্চিত্রের দুরবস্থার কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এফ আই মানিক। সবশেষ ২০১৫ সালে ‘দুই পৃথিবী’ নামে একটি সিনেমা নির্মাণ করেন তিনি।

আর্কাইভ