• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চায়ের দোকানে দাঁড়িয়ে কী করছেন সোনু?

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০২:০১ পিএম

চায়ের দোকানে দাঁড়িয়ে কী করছেন সোনু?

বিনোদন ডেস্ক

মানবদরদি হিসাবে সুনাম রয়েছে অভিনেতা সোনু সুদের। মানুষের বিপদে-আপদে তো এগিয়ে যান। সম্প্রতি তার এক কীর্তি আবারও প্রশংসা কুড়িয়েছে মানুষের। কী করেছেন সোনু? 

সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে চা-সিগারেটের দোকানে দাঁড়িয়ে এক জনের সঙ্গে কথা বলতে দেখা যায় সোনুকে। সেই ব্যক্তি গুটখা খাচ্ছিলেন। সোনু কী খাচ্ছেন জিজ্ঞাসা করতেই অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। পালাতে চান। কিন্তু থামিয়ে দেন সোনু। বলেন, দাঁড়ান। আপনার তো পরিবার আছে। কেন নিজের জীবনটা নষ্ট করছেন? গুটখা স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর জানেন কি? এর জন্য তো আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সেটা ভাবছেন না? সোনু তাকে আরও বলেন, ফেলুন মুখ থেকে! তারপরই মুখ থেকে গুটখা ফেলে দেন সেই ব্যক্তি। 

এর পর পান-মশলার দোকানের মালিকের উদ্দেশে সোনুকে বলতে শোনা যায়, ওকে আর এগুলো বেচবেন না। পরিবার আছে ওর।

কখনও দুঃস্থ পড়ুয়াদের পাশে থাকায়, কখনও রোগীর সেবায় নাম উঠে আসে অভিনেতা সোনু সুদের। গত ৩ বছর ধরে জনসেবাকেই ব্রত হিসাবে নিয়েছেন ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর নায়ক। মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন তিনি। বছর শেষে বিহারের তরুণী প্রিয়ঙ্কা গুপ্তকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিলেন সোনু। চায়ের দোকান খুলতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা, যা তাকে খুলতে দিচ্ছিলেন না স্থানীয় রাজনৈতিক নেতারা। এগিয়ে এসেছিলেন সোনু। প্রিয়ঙ্কার দোকান সাজিয়ে দিয়ে টুইট করেছিলেন, প্রিয়ঙ্কার দোকান প্রস্তুত। কেউ তাকে উঠে যেতে বাধ্য করতে পারবেন না। আমি খুব তাড়াতাড়ি আসব ওর দোকানে চা খেতে। 

সোনুর পোস্টে আপ্লুত অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। শুভেচ্ছা জানিয়েছিলেন ‘গ্র্যাজুয়েট চাওয়ালি’ প্রিয়াঙ্কাকেও।

আর্কাইভ