• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্বামীর সঙ্গে খোলামেলা অবস্থায় রোমান্টিক রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১২:৪৭ এএম

স্বামীর সঙ্গে খোলামেলা অবস্থায় রোমান্টিক রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক

বলি বিতর্কের আরেক নাম হয়ত রাখি সাওয়ান্ত। ৪২ বছর বয়সে এসেও রাখি সাওয়ান্ত একের পর এক কীর্তি করে প্রায় লাইমলাইটে চলে আসেন। অভিনেত্রীর মুখে না আছে কুলুপ, না আছে কোনো কাজে রাখঢাক। সহকর্মীদের প্রশংসা কি নিন্দা সবকিছুই তিনি না ভাবনাচিন্তা করেই অন ক্যামেরা বলে ফেলেন।

এছাড়াও বিভিন্ন সময় খোলামেলা পোশাক পরে পাপারাৎজিদের সম্মুখীন হয়ে খবরে চলে আসেন তিনি। আসলে সাধারণ জীবনের সাথে সামঞ্জস্য রেখে চলাটা, তাঁর জীবনের ডিকশনারিতে নেই। সবেতেই সমান বেলাগাম রাখি।

রাখি সাওয়ান্ত সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝে তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বিভিন্ন ফটোশুটের ছবি বা রিল ভিডিও পোস্ট করে থাকেন। রিতেশের সাথে বিচ্ছেদের পর বর্তমানে আদিলের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই কন্ট্রোভার্সিয়াল অভিনেত্রী।

এমনকি কিছুদিন আগে আদিলকে বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি আদিলের সাথে একটি রোমান্টিক ফটোশুটের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে যাতে অনক্যামেরা স্বামী আদিলের ঠোঁটে ঠোঁট রেখে কিস করেছেন রাখি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাখি সাওয়ান্ত তার স্বামী আদিলের সাথে খুব স্বাচ্ছন্দে বিভিন্ন ধরনের পোজ দিয়ে ফটোশুট করছেন। শুধু তাই নয়, ভিডিওতে রাখি সাওয়ান্ত এবং আদিলকে লিপলক কিস করতে দেখা যায়।

এই সময় রাখি সাওয়ান্ত একটি খোলামেলা পোশাক পরেছিলেন এবং কিলার পোজ দিচ্ছিলেন। ভিডিওটি শেয়ার করার পর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “তুমি শুধু আমার আদিল”। রাখি ও আদিলের চুম্বন দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

আর্কাইভ