• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২০ জানুয়ারি মুক্তি পাবে মধুমিতার ‘দিলখুশ’

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১০:৩৭ পিএম

২০ জানুয়ারি মুক্তি পাবে মধুমিতার ‘দিলখুশ’

বিনোদন ডেস্ক

ভারতীয় টিভি অভিনেত্রী মধুমিতা সরকার জনপ্রিয় হয়ে উঠেছেন বড় পর্দায়ও। আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে তার অভিনীত ‘দিলখুশ’ সিনেমাটি।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘দিলখুশ’ সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার ও সোহম মজুমদার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, এখন কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে চান এ অভিনেত্রী।

ফের প্রেমলীলায় মেতেছেন মধুমিতা, পুরুষটি কে?

অভিনেত্রীর ভাষায়: ‘আমি কাজের সঙ্গে কমিটেড। কাজ নিয়েই থাকতে চাই।’
শুধু যে বাংলা ভাষাতেই রুপালি পর্দায় তিনি অভিনয় করছেন তা কিন্তু নয়, তেলুগু সিনেমারও শুটিং করেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, তেলুগু ছবির জন্য আমায় মার্শাল আর্টস শিখতে হয়েছে। তাই আমাকে অনেকটা ওজন বাড়াতেও হয়েছিল। আমার এ বিষয়টা শিখতে দারুণ লেগেছে। ওরা সময় নিয়ে কাজ করে।’
Madhumita Sarcar | Madhumita Sarcar opens up on her life, criticism and  future planning dgtl - Anandabazar
ব্যক্তিজীবনে টালিউডে ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিল সৌরভ-মধুমিতা জুটি। স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল করার সময় সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি।
পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীকে ২০১৫ সালে বিয়ে করলেও ২০১৯-এর শেষের দিকেই বিচ্ছেদ হয়ে যায় এই তারকা দম্পতির। তাই এখন আর কোনো সম্পর্কে জড়াতে চান না তিনি, শুধু কাজের ওপরই ফোকাস রাখতে চান।

 

সাজেদ/
 

আর্কাইভ