• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কিবরিয়াকে নিয়ে মুখ খুললেন আরজে নিরব

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১০:২১ পিএম

কিবরিয়াকে নিয়ে মুখ খুললেন আরজে নিরব

বিনোদন ডেস্ক

বেড়াতে গিয়ে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় জিডিটি করেন আরজে কিবরিয়া। এ নিয়ে যখন জল্পনা-কল্পনা চলছে নেট দুনিয়ায়। তখন এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় রেডিও জোকি (আরজে) নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে তার কথা জানান। পাঠকের জন্য হুবহু তা প্রকাশ হলো।

তিনি লেখেন, ‘(RJ Kebria) আরজে কিবরিয়াকে নিয়ে কথা বলার আগে দুইবার চিন্তা করেন। ওর মতো প্রতিষ্ঠিত, সুন্দর ক্যারিয়ার, মানুষের জন্য করা মানুষ আপনি? না আমি? পারিবারিক যে কোনো সমস্যা আপনার আছে, আমার আছে, সবার আছে, থেকেই থাকে। আপনার হয়তো ধারণা নেই দেশে চাইলে একজন নারী যে কোনো সময় যে কোনো পুরুষের বিরুদ্ধে মামলা করে তার জীবন শেষ করে দিতে পারে।’

তিনি আরও লেখেন, ‘অন্যদিকে একজন পুরুষের জন্য কোনো আইন নাই, নিরাপত্তা নাই। একবার একটা ঝামেলায় পড়েন দোয়া করি। চোখে চাঁদ, তারা দেখবেন। দিন শেষে পুরুষ মানুষ আজ সবচাইতে বেশি অসহায় অবস্থায় আছে। ছবিটা আমার মেয়ের হাতে, সেখানে ইউনিভার্সিটিতে পড়াকালীন আমি, কিবরিয়া, মাসুদ। সময়ের সেরা বিতার্কিক হিসেবে এক সঙ্গে এক ফ্রেমে।’

এ আগে, এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘কক্সবাজার পর্যটন এলাকার একটি হোটেলের (১০২) নম্বর কক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে ওঠেন আরজে কিবরিয়া। কোনো একটা কারণে রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন। তখন কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন স্ত্রী। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।’

ওসি আরও জানান, ‘খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। পরে কিবরিয়া বাদী হয়ে স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আরজে কিবরিয়া ও রাফিয়া লোরার মধ্যে পারিবারিক কলহ চলছে। এর জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

আর্কাইভ