• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আর’বনি গ্যাব্রিয়েল হলেন মিস ইউনিভার্স

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৯:৪১ পিএম

আর’বনি গ্যাব্রিয়েল হলেন মিস ইউনিভার্স

আন্তর্জাতিক ডেস্ক

এবারের মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে নিল আমেরিকা। ২০২২ সালের মিস ইউনিভার্স হয়েছেন আমেরিকার আর’বনি গ্যাব্রিয়েল।

গেলো বছর গৌরবের সঙ্গে এ মুকুট অর্জন করেছিলেন ভারতের হারনাজ সান্ধু। তিনি এবার এ বিজয় মুকুট পরিয়ে দেন আর’বনিকে।

২০২২ সালের এবারের মিস ইউনিভার্স আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে। ৭১তম মিস ইউনিভার্স এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের ৮৩ জন সুন্দরী।

সব সুন্দরীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেয় মার্কিনি এই সুন্দরী। তাই আর’বনির কাছে আজ ১৫ জানুয়ারি ( রোববার) সময়টা ছিল অন্যদিন থেকে একদমই আলাদা।

আর’বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। নিজের পোশাকের স্টার্টআপ আর’বনি নোলা-এর সিইও তিনি।

মিস ইউনিভার্সের এবারের প্রতিযোগিতায় তার সঙ্গে মঞ্চে একই সঙ্গে নির্বাচিত হয়ে ফটোশুটে অংশ নেন প্রথম রানারআপ মিস ভেনেজুয়েলা আমান্ডা দুদামেল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ।

 

 

এনএমএম/

আর্কাইভ