• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘আমি খেলতেও ভালোবাসি, খেলা দেখতেও ভালোবাসি’

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০৪:৪৬ পিএম

‘আমি খেলতেও ভালোবাসি, খেলা দেখতেও ভালোবাসি’

বিনোদন ডেস্ক

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই এখানে ভিড় করেন চলচ্চিত্র শিল্পীরা। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের কমিটির আয়োজনে এবারের পিকনিক আয়োজন অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মাধবধীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা।

বিপিএল প্রসঙ্গে কথা উঠতেই উপস্থিত সংবাদিকদের সুবাহ জানান, ঢাকা টিমের জন্য শুভকামনা। তার আগে তিনি বলেন, আমি খেলতেও ভালোভাসি, খেলা দেখতেও ভালোবাসি। এসময় নিজের অভিনীত সিনেমা নিয়েও কথা বলেন সুবাহ।

উল্লেখ্য, এবারের বিপিএল আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঢাকা ডমিনেটর্স অংশগ্রহণ করছে। যেখানে নায়িকা সুবাহর সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেন অধিনায়কত্ব করছেন। তাই অনেকেই মনে করছেন নাসিরের টান এখনও ছাড়তে পারেননি তিনি। তাই তো তিনি ঢাকাকে সাপোর্ট করছেন।

চলতি আসরে ঢাকা খুব একটা ভালো অবস্থানে নেই। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচে জয় পেয়েছে। বাকি দুটিতে হার নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। জয়ী ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করে দলকে জয় পাইয়ে দেন নাসির। এখন দেখার বিষয় ঢাকার জন্য সুবাহর শুভকামনা কতটুকু অনুপ্রেরণায় যোগায় পুরো ফ্র্যাঞ্চাইজি দলটিকে।

আর্কাইভ