প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ০১:৩০ এএম
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার এবারের আসরেও যৌতুকবিহীন ৭০টি বিয়ে সম্পন্ন হয়েছে। কেবল মেয়েপক্ষের একজন অভিভাবক আর ছেলের উপস্থিতেই এ বিয়ে সম্পন্ন হলো।
লোকমান হোসেন, সত্তর হাজার টাকা দেনমোহরে যৌতুকবিহীন বিয়ে করেন। বিয়ে শেষে লোকমান হোসেন বলেন, ‘যৌতুকবিহীন বিয়ে করেছি। মেয়ে পক্ষ থেকে মেয়ের বাবা (শ্বশুর) এসেছেন। বিয়ের আগে দেনমোহরের টাকা পরিশোধ করেছি। ইজতেমা ময়দানে এসে বিয়ে সম্পন্ন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নিশ্চিত আল্লাহ আমাদের কবুল করবেন।’
শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন। পরে বাদ আসর মূল বয়ান মঞ্চে ভারতের মাওলানা যুহাইরুল হাসান বিয়ে পড়ান। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজেদ/