• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দীর্ঘ বিরতির পর ডিপজলকে নিয়ে মাঠে নামছেন মানিক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১২:৪৬ এএম

দীর্ঘ বিরতির পর ডিপজলকে নিয়ে মাঠে নামছেন মানিক

বিনোদন ডেস্ক

শারীরিক অসুস্থতা ও চলচ্চিত্রের দুরবস্থার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র পরিচালনা থেকে দূরে ছিলেন প্রখ্যাত নির্মাতা এফ আই মানিক। ২০১৫ সালে সর্বশেষ ‘দুই পৃথিবী’ নামে একটি সিনেমা নির্মাণ করেন তিনি। তারপর বেশ কয়েকটি সিনেমা নির্মাণের কথা থাকলেও সেগুলো আর হয়ে উঠেনি।

দীর্ঘ বিরতির পর এবার আবার মনোয়ার হোসের ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই গুনী নির্মাতা। নাম ঠিক না হওয়া নতুন এই সিনেমায় ডিপজলের সঙ্গে দিপু অভিনয় করবেন। এছাড়া আর কে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক করা হয়নি বলে জানা যায়।

এফ আই মানিক পরিচালিত ব্যবসাসফল উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘স্বপ্নের বাসর’ (২০০১), ‘দাদীমা’ (২০০৬), ‘কোটি টাকার কাবিন’ (২০০৬), ‘চাচ্চু’ (২০০৬), ‘পিতার আসন’ (২০০৬), ‘আমাদের ছোট সাহেব’ (২০০৮), ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ (২০০৯), ‘মাই নেম ইজ সুলতান’ (২০১২) প্রভৃতি।

আর্কাইভ