• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

১০ লাখ টাকার স্কার্ট পরে যে কাণ্ড ঘটালেন উর্বশী

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৭:২১ পিএম

১০ লাখ টাকার স্কার্ট পরে যে কাণ্ড ঘটালেন উর্বশী

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। বরাবরই বলি নায়িকারা মুগ্ধতা ছড়ান নিজেদের সাজপোশাকে। সম্প্রতি পরনে গাঢ় সবুজ রঙের পিঠখোলা স্কার্টে লাস্যময়ী রূপে নিজেদেরকে মেলে ধরেছেন এই অভিনেত্রী।

সেইসঙ্গে চোখে কাজল, কানে দুল এবং ঠোঁটে হালকা লিপস্টিক। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে এমন লুকেই ধরা দিয়েছেন উর্বশী। ক্যাপশনে লিখেছেন, ‘গরম, ছুঁইয়ো না।’

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, অভিনেত্রীর মা মীরা রাউতেলার জন্মদিন উপলক্ষে দুবাইয়ে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন উর্বশী। আর সেই পার্টিতেই এই পোশাকটি পরেছিলেন তিনি। আর অভিনেত্রীর এই পোশাকটির মূল্য ৮ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ২৪ হাজার টাকা।

বরাবরই ফ্যাশন সচেতন উর্বশী। আর বছর জুড়েই দামি পোশাক পরে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এর আগে গেল বছর আরব ফ্যাশন উইকে শোস্টপার হিসেবে সোনালি রঙের গাউন পরে র‌্যাম্পে হেঁটেছিলেন তিনি। আর সেই পোশাকের জন্য আলাদাভাবে নজর কেড়েছিলেন আমন্ত্রিত অথিতিদের। জানা গেছে, উর্বশীর সেই সোনালি রঙের পোশাকটি স্বর্ণ ও ডায়মন্ড দিয়ে তৈরি। যার মূল্য প্রায় ৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার বেশি)।

আর্কাইভ