• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পোশাক নিয়ে ভক্তের প্রশ্নের যে জবাব দিলেন মিম

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৭:০৫ পিএম

পোশাক নিয়ে ভক্তের প্রশ্নের যে জবাব দিলেন মিম

বিনোদন ডেস্ক

বছরের শুরুতে প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে দুবাইতে কাটিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেই জায়গায় থাকাকালীন বিভিন্ন সময় তোলা ছবি আবার নিজের ফেসুবক ভেরিফাইড পেজে শেয়ার করেছেন।

বড় পর্দার এ নায়িকার ছবি দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। মিমকে নানা প্রশ্নও করেছেন কমেন্ট বক্সে। তিনি আবার এসব প্রশ্নের জবাবও দিয়েছেন।

কমেন্টের ঘরে এক ভক্ত জানতে চেয়েছেন, আপনি কি এক পোশাক বারবার ব্যবহার করেন? এর জবাবে মিম উত্তর দিয়েছেন, হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ সব পোশাকই আমার পছন্দ।

আরেকটি ছবি পোস্ট করে মিম লিখেছেন, প্রতিদিন নিজেকে একটু একটু পরিবর্তন করলে দিনটি আপনার সেরা হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।

দুবাইয়ের মারিনা হোটেল, বুর্জ খলিফা, দুবাই মল, মিরাকল গার্ডেন থেকে নিজের অনেক ছবি পোস্ট করেছেন মিম। মিরাকল গার্ডেনে ব্রাজিলের জার্সির সঙ্গেও ছবি তুলে পোস্ট করেন এই অভিনেত্রী।

আর্কাইভ