• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

অবশেষে সিদ্ধান্ত পাল্টালেন পরীমণি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৩:০২ এএম

অবশেষে সিদ্ধান্ত পাল্টালেন পরীমণি

বিনোদন ডেস্ক

বিচ্ছেদ নাটকের মধ্যেই পরীমণি ও শরিফুল রাজ জানিয়েছিলেন, দুবাই যাচ্ছেন তারা। সেখানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল আদের। এবার জানা গেল, দুবাই যাচ্ছেন না তারা। সংবাদমাধ্যমকে এ কথা পরীমণি নিজেই জানিয়েছন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাওয়ার কথা ছিল, এখন আর যাচ্ছি না। তবে রাজ এর বাইরে আমাকে তিনটি দেশের নাম দিয়েছে, যেকোনো একটা দেশে যাব। কোন দেশ, এখনই বলছি না।’

এ নায়িকা আরও বলেন, ‘দেশের বাইরে মজা করতে যাচ্ছি না আমরা। বাবুকে সঙ্গে নিয়ে প্রথম দেশের বাইরে যাব। সেই অসিলায় একটু ঘোরাঘুরি হবে। তা ছাড়া আমাদের মধ্যে একটু ভুল–বোঝাবুঝি হয়েছিল, এখন ঠিকঠাক হয়েছে। একসঙ্গে কিছুদিন দেশের বাইরে থাকলে সম্পর্কের জায়গাটা আরও শক্তিশালী হবে।’

প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আগামী ১৫ জানুয়ারি আয়োজিত হচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন।

অনুষ্ঠানে অংশ নেবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার শাকিব খান, তমা মির্জা ও রায়হান রাফী। আরও অংশ নেবেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ। তাদের সঙ্গে পরীমণি-রাজেরও থাকার কথা ছিল এই ইভেন্টটিতে।

আর্কাইভ