• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রেমিকার আত্মহত্যার মামলায় এখনো জামিন মেলেনি শেজানের

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০২:৫৫ এএম

প্রেমিকার আত্মহত্যার মামলায় এখনো জামিন মেলেনি শেজানের

বিনোদন ডেস্ক

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় করা মামলায় অভিনেতা শেজান খানের জামিন হয়নি। আপাতত তাকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে।

মুম্বাই পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।

এতে বলা হয়, আদালতে জামিনের জন্য শুক্রবার আবেদন করেছিলেন তুনিশার প্রেমিক শেজান। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। আপাতত পুলিশের হেফাজতেই থাকবেন তিনি।

এদিকে তুনিশার মামা গণমাধ্যমকে জানান, শেজান বার বার তার বয়ান বদলেছেন। তদন্তকে ভুল পথে চালিত করার জন্যই আদালত তার জামিন আবেদন খারিজ করেছে।

তবে জামিনের জন্য শেজানের আইনজীবী এবার বম্বে হাইকোর্টের শরণাপন্ন হতে পারেন বলে খবরে উল্লেখ করা হয়। গত ২৫ ডিসেম্বর থেকে জেল হেফাজতে রয়েছেন শেজান।

এর আগে আদালতে শেজান খানের আইনজীবী দাবি করেন, ডেটিং অ্যাপ টিন্ডারে যুক্ত হয়েছিলেন তুনিশা। সেখানেই তার আলাপ হয় আলি নামে এক ব্যক্তির সঙ্গে। নিয়মিত কথাবার্তা চলত তাদের। মৃত্যুর আগে আলির সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেত্রী।

আর্কাইভ