• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

উন্মুক্ত হলো পাভেল-ইমুর ‘মেজো ভাই’

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০১:৪০ এএম

উন্মুক্ত হলো পাভেল-ইমুর ‘মেজো ভাই’

বিনোদন ডেস্ক

ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে উন্মুক্ত হয়েছে সাইদুর রহমান পাভেল ও ইমু সিকদার জুটির নতুন নাটক ‘মেজো ভাই’। পারিবারিক গল্পের নাটকটি রচনা করেছেন চয়ন দেব। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
নাটকটি প্রসঙ্গে পাভেল বলেন, ‘কমেডি ধারার নাটকে আমি বেশি অভিনয় করি। কিন্তু এই প্রথম কমেডি থেকে বের হয়ে নতুন একটি সিরিয়াস গল্পে অভিনয় করেছি। নাটকটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি।’

অভিনেত্রী ইমু সিকদার বলেন, ‘দর্শকরা বরাবরই আমাদের জুটিটাকে পছন্দ করেন। দর্শকরা এত ভালোবাসেন যে তারা আমাদের নিয়মিত জুটির নাটক দেখতে চান। তাদের কথা মাথায় রেখেই আমরা একসঙ্গে কাজ করছি। নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন।’

নির্মাতা জিয়াউদ্দিন জানান, দর্শকরা কী ধরনের নাটক দেখতে পছন্দ করেন? তারা কী ধরনের নাটকে বিনোদিত হন, সে ধরনের গল্প নিয়েই আমি নাটক নির্মাণ করি। এ নাটকে একটি পরিবারের গল্প বলার চেষ্টা করেছি। আশা করি সবার পছন্দ হবে।’

পাভেল-ইমু ছাড়াও এতে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ফাতেমা হিরা, নুরে কাঞ্চন চৌধুরী, আরমান হোসাইন প্রত্যয়সহ অনেকে।

 

সাজেদ/

আর্কাইভ