• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চঞ্চল চৌধুরীর নতুন লুক প্রকাশ হতেই ভাইরাল

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০১:৩৩ এএম

চঞ্চল চৌধুরীর নতুন লুক প্রকাশ হতেই ভাইরাল

বিনোদন ডেস্ক

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় কাজ করতে যাচ্ছেন এপার-ওপার দুই বাংলাতেই এখন পরিচিত নাম চঞ্চল চৌধুরী। এতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। আর মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মনামী ঘোষকে।

সম্প্রতি সৃজিতের নতুন সিনেমাটির পোস্টার শেয়ার করে পুরো টিমকে শুভ কামনা জানিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সব মিলে ‘পদাতিক’ সিনেমা ইতোমধ্যে আলোচনায়।

এদিকে সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর এবার সামনে এলো মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক। ভারতীয় ম্যাগাজিন আনন্দলুক মৃণাল সেনের পৃথক তিনটি বয়সের লুক প্রকাশ করেছে।

প্রবীণ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী
পৃথক তিন লুকে ধরা দিয়েছেন চঞ্চল। এতে পরিণত ও প্রবীণ মৃণালের লুকে দেখা গেছে তাকে। সিগা’রেট হাতে ভাবুক মৃণাল হিসেবে চঞ্চলকে দেখে রীতিমত অবাক সিনেমাপ্রেমীরা। মৃণালের চেহারার সঙ্গে চঞ্চলের অবিকল মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা।

মৃণালের যুবকালের লুকও প্রকাশ হয়েছে। এতে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তীকে। একই সঙ্গে মৃণালের স্ত্রীর ভূমিকায় থাকা মনামীরও নতুন লুক প্রকাশ হয়েছে।

চঞ্চল চৌধুরীর মৃণাল সেন চরিত্রের ছবিগুলো প্রকাশ হতেই প্রশংসায় ভাসছে সোশ্যাল মিডিয়ায়। শুভাকাঙ্ক্ষীরা তাদের ওয়ালে ছবিগুলো পোস্ট করে শুভ কামনা জানিয়েছেন প্রিয় তারকাকে। এছাড়া ম্যাগাজিন থেকে জানানো হয়েছে, চলতি মাসেই ‘পদাতিক’ এর শুটিং শুরু হবে।

আর্কাইভ