• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রাজের ‘পরিবর্তন’ নিয়ে মুখ খুললেন পরীমণি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০১:২৯ এএম

রাজের ‘পরিবর্তন’ নিয়ে মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্ক

ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। তবে সম্প্রতি দাম্পত্যের টানাপোড়েনে আলোচনায় ছিলেন এই দম্পতি। তবে সব বিভেদ ভুলে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন তারা।

নায়িকার ভাষ্যমতে, সন্তানের দিকে তাকিয়ে রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। তবে তাদের সুন্দর জীবনের জন্য রাজের কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। স্বামীকে সেভাবেই বোঝাচ্ছেন পরী।

এ প্রসঙ্গে পরীমণি একটি গণমাধ্যমকে বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। আস্তে আস্তে সে নিজের ভালো বুঝতে পারছে। এখন সে মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে।

তিনি যোগ করেন, এক দিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।

আর্কাইভ