• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘পুষ্পা ২’ থেকে বাদ পড়েছেন রাশমিকা? কী বলছেন অভিনেত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০২:৩৫ পিএম

‘পুষ্পা ২’ থেকে বাদ পড়েছেন রাশমিকা? কী বলছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

রাশমিকা মান্দানার বিরুদ্ধে নানা অভিযোগে রয়েছে। কেউ বলে তার নাকউঁচু, কেউ বলে বেপরোয়া। এসবের ভিড়ে গুঞ্জন ওঠে রাশমিকাকে  ‘পুষ্পা ২’ থেকে বাদ দেওয়া হচ্ছে।

তবে এ নিয়ে এতদিন মুখ খুলছিলেন না অভিনেত্রী। অবশেষে এ নিয়ে মুখ খুললেন তিনি।  

তিনি বললেন, দেখছিলাম, সবাই ভেবেই নিয়েছেন ‘পুষ্পা ২’-এ আমি নেই। কিন্তু আমি তো শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। হয়তো পরের মাসেই। অনেক বড় করে আর ভালো করে এই কাজটা হবে। ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আর এ দিকে উটকো লোকেরা রটাচ্ছে আমি নেই!

‘পুষ্পা ২’-র শুটিং কবে শেষ হবে, কবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে— খবর না পেলেই বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বিক্ষোভ দেখা গেছে। তার মধ্যে খবর রটেছিল, অল্লু অর্জুনের বিপরীতে রাশমিকা নন, অন্য কেউ থাকছেন। সেটি যে নিছকই গুজব, নিশ্চিত করলেন নায়িকা নিজেই।

এই সিনেমাতেও পুষ্পা রাজের ভূমিকায় অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে ডন, এ বারও সেই চরিত্রেই অভিনেতা। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে। আর পুলিশ অফিসার? ফাহাদ ফাসিল।  

আর্কাইভ