• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘এক পোশাক আপনি বারবার পরেন?’ ভক্তের প্রশ্নের উত্তরে যা বললেন মিম

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১০:৪৮ পিএম

‘এক পোশাক আপনি বারবার পরেন?’ ভক্তের প্রশ্নের উত্তরে যা বললেন মিম

বিনোদন ডেস্ক

নিয়মিত ফেসবুকে নানা রকম পোশাক পরে ছবি পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেসব ছবি নিয়ে ভক্তদের নানা রকম মন্তব্য থাকে। অনেক মন্তব্যের উত্তরও দেন মিম। 

দুবাই ম্যারিনা হোটেলে মিম। ছবিটি নিয়ে ভক্তদের মন্তব্য, ‘অসাধারণ একটি জায়গা।’ জায়গাটা মিমেরও অনেক পছন্দের। ছবি: সংগৃহীত

দুবাই ম্যারিনা হোটেলে মিম। ছবিটি নিয়ে ভক্তদের মন্তব্য, ‘অসাধারণ একটি জায়গা।’ জায়গাটা মিমেরও অনেক পছন্দের। 

ছবিটি পোস্ট করে মিম লিখেছেন, ‘প্রতিদিনে নিজেকে একটু করে পরিবর্তন করলেই দিনটি আপনার সেরা একটি দিন হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।’ ছবি: সংগৃহীত

ছবিটি পোস্ট করে মিম লিখেছেন, ‘প্রতিদিনে নিজেকে একটু করে পরিবর্তন করলেই দিনটি আপনার সেরা একটি দিন হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।

দুবাই মিরাকল গার্ডেনে ফ্রেমবন্দী হওয়া ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘সুন্দর একটি জায়গা।’ ছবি: সংগৃহীত

দুবাই মিরাকল গার্ডেনে ফ্রেমবন্দী হওয়া ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘সুন্দর একটি জায়গা।

বুর্জ খলিফা ও দুবাই মল থেকে মিম ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। ছবিতে একজন ভক্তের মন্তব্য, ‘আপনি এক পোশাক বারবার ব্যবহার করেন?’ সেখানে মিমের মন্তব্য, ‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ, প্রতিটি পোশাকই আমার অনেক পছন্দের।’ ছবি: সংগৃহীত

বুর্জ খলিফা ও দুবাই মল থেকে মিম ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। ছবিতে একজন ভক্তের মন্তব্য, ‘আপনি এক পোশাক বারবার ব্যবহার করেন?’ সেখানে মিমের মন্তব্য, ‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ, প্রতিটি পোশাকই আমার অনেক পছন্দের।’ ছবি: সংগৃহীত

 

ব্রাজিল ফুটবল দলের সমর্থক মিম। মিরাকল গার্ডেনে ঘুরতে গিয়ে ব্রাজিলের টি–শার্ট দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। ছবি: সংগৃহীত

ব্রাজিল ফুটবল দলের সমর্থক মিম। মিরাকল গার্ডেনে ঘুরতে গিয়ে ব্রাজিলের টি–শার্ট দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। 

নতুন বছর দুবাই কাটিয়েছেন অভিনেত্রী। দুবাইয়ের ঐতিহাসিক স্থান আল সেফ থেকে ছবিটি পোস্ট করেছেন মিম। ছবির প্রশংসা করে অভিনেত্রী ও মডেল তানজিয়া মিথিলা লিখেছেন, ‘তোমাকে অনেক সুন্দর লাগছে।’ ছবি: সংগৃহীত

নতুন বছর দুবাই কাটিয়েছেন অভিনেত্রী। দুবাইয়ের ঐতিহাসিক স্থান আল সেফ থেকে ছবিটি পোস্ট করেছেন মিম। ছবির প্রশংসা করে অভিনেত্রী ও মডেল তানজিয়া মিথিলা লিখেছেন, ‘তোমাকে অনেক সুন্দর লাগছে।

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর মিম নাম লিখিয়েছেন ‘মানুষ’ সিনেমার। তিনি জানালেন, বছরজুড়েই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তার আগে বিবাহ বার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটিয়ে নিচ্ছেন।  ছবি: সংগৃহীত।

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর মিম নাম লিখিয়েছেন ‘মানুষ’ সিনেমার। তিনি জানালেন, বছরজুড়েই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তার আগে বিবাহ বার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটিয়ে নিচ্ছেন। 

 

সাজেদ/

আর্কাইভ