• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই সানিয়ার সঙ্গে ছবি প্রকাশ করলেন শোয়েব মালিক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৯:৪৮ পিএম

ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই সানিয়ার সঙ্গে ছবি প্রকাশ করলেন শোয়েব মালিক

বিনোদন ডেস্ক

শোয়েব মালিক ও সানিয়া মির্জার সংসার ভেঙে গেছে— এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক মাস ধরেই। এর মধ্যেই হঠাৎ সানিয়ার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন সাবেক এ পাকিস্তানি ক্রিকেটার। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবিতে দেখা যায় স্ত্রী সানিয়া মির্জা ও বান্ধবী ফারাহ খানের কাঁধে হাত দিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন শোয়েব।   

যদিও ছবিটি শেয়ার করে ক্যাপশনে ফারাহ খানকে জন্মদিনের উইশ করেছেন শোয়েব মালিক। 

এতে আলোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন এ ছবি নিয়ে। একজন মন্তব্যকারী ইনস্টাগ্রামে শোয়েব মালিকের ছবির নিচে লিখেছেন— ফের তাদের মেলবন্ধন তৈরি হয়েছে তাই শুকরিয়া। অন্য একজন লিখেছেন— রিল্যাক্স, সব কিছু ঠিক আছে। 

শোয়েব মালিকের ওপর অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে শোয়েব-সানিয়ার মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। এ পরিস্থিতিতে শোয়েবের সঙ্গে জড়িয়ে যায় পাকিস্তানের অভিনেত্রী আয়েশা ওমরের নাম। শোনা যায়, তার সঙ্গে সম্পর্কে জড়িয়েই সানিয়ার সঙ্গে বেইমানি করেছেন শোয়েব মালিক।

আর্কাইভ