• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নায়কদের চক্রান্তেই ক্যারিয়ার শেষ জনি লিভারের!

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০২:১০ এএম

নায়কদের চক্রান্তেই ক্যারিয়ার শেষ জনি লিভারের!

বিনোদন ডেস্ক

অভিনয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন বলিউড অভিনেতা জনি লিভার। তার কমিক সিনে হেসে কুটিকুটি খান দর্শক। ক্যারিয়ারের শুরু থেকেই সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে সমানতালে অভিনয় চালিয়ে গেছেন। সম্প্রতি তার ছবির নায়কদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন এই অভিনেতা। জানালেন, নিরাপত্তাহীনতায় ভুগত নায়করা, কেটে ফেলা হতো তার ছবির দৃশ্য।

একটা সময় বছরে এক ডজনেরও বেশি ছবিতে কাজ করতেন জনি লিভার। কিন্তু বর্তমানে বছরে দু-একটার বেশি ছবিতে দেখা যায় না তাকে। সম্প্রতি রোহিত শেঠির ‘সাকার্স’ ছবিতে দেখা গিয়েছে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও জনি লিভারের অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। ‘বাজিগর’ ছবির ‘বাবুলাল’-এর আক্ষেপ, ‘সেইসময় পরিচালকেরা আমরা ওপর ভরসা করত। অনেক দৃশ্যে নিজের মতো করে অভিনয় করেছি। যা কমেডি দৃশ্যগুলোকে আরও সুন্দর করে তুলত।’

কমেডি ছবির বাজার এখন আর আগের মতো নেই এমনটা মেনে নিয়ে, সরাসরি হিরোদের দিকে নিশানা করেছেন জনি লিভার। তার অভিযোগ, ‘কখনও কখনও হিরোরা ভয় পেত। এর জেরে আমার দৃশ্যে কাঁচি চালানো হতো। 

আমার সিন থেকে নায়করা নিরাপত্তাহীনতায় ভুগত। এমনকি লেখকদের বলত ওদের কমেডি দৃশ্য যেন দেওয়া হয়। এরপর কমেডি দৃশ্যগুলো লেখকরা ভাগ করে দিতে শুরু করল। এরপর ধীরে ধীরে আমার চরিত্রগুলো ছোট হতে শুরু করল। আজ তো কমেডিই আর নেই ছবিতে।’

উল্লেখ্য, আশির দশকে ‘তুম পার হাম কুরবান’ ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু করেন জনি লিভার। সেরা কৌতুকাভিনেতা হিসেবে ‘দুলহে রাজা’ এবং ‘দিওয়ানা মস্তানা’ ছবির জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ছবিতে কাজ কমলেও জনি লিভারের অনুরাগীর সংখ্যা কিন্তু মোটেও কমেনি।

আর্কাইভ