• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চঞ্চল চৌধুরীকে শুভ কামনা অমিতাভ বচ্চনের

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০৭:৪৬ পিএম

চঞ্চল চৌধুরীকে শুভ কামনা অমিতাভ বচ্চনের

বিনোদন ডেস্ক

প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে থাকছেন মনামী ঘোষ।

এ ছবিটি বেশ আলোচনায় রয়েছে। নির্মিতব্য এই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে ক্যাপশনে যুক্ত করেছেন, সবার জন্য শুভ কামনা। হ্যাশট্যাগে লিখেছেন চঞ্চল চৌধুরীর নাম।

এ ছাড়া সৃজিত মুখার্জীর নামও লিখেছেন হ্যাশট্যাগে। অমিতাভের পোস্টটি এরই মধ্যে নজর কেড়েছে কলকাতা ও বাংলাদেশি দর্শকদের। তারা অমিতাভকে ধন্যবাদ জানাচ্ছেন। গত ৩০ ডিসেম্বর টুইটারে পদাতিক সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট বায়োপিকের নাম পদাতিক।

ভারতীয় সংবাদমাধ্যমে ছবিটি নিয়ে সৃজিত বলেন, মৃণাল সেন ও চঞ্চল চৌধুরী- দুজনের মুখের মিল আছে। মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তা ছাড়া মৃণালবাবুর রাজনীতিচেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।

উল্লেখ্য, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে। সেই পরিচয়ের সূত্র ধরেই হয়তো এবার অমিতাভের ভালোবাসা পেলেন ঢাকার তারকা।

আর্কাইভ