• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ধর্মের কারণেই অভিনয় ছেড়ে দিচ্ছেন কী সাই পল্লবী?

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০২:২৩ এএম

ধর্মের কারণেই অভিনয় ছেড়ে দিচ্ছেন কী সাই পল্লবী?

ধর্মীয় সাদা পোশাকে সাই পল্লবী

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। গুঞ্জন উঠেছে জনপ্রিয়তার চূড়ায় থাকা এ অভিনেত্রী ছাড়তে চলেছেন বিনোদনজগৎ।
প্রচলিত নিয়মের বেড়াজাল ভেঙে শোবিজ অঙ্গনের সাজানো পথে না হেঁটে নিজের নিয়মে চলা অভিনেত্রী সাই পল্লবী। তার সাদাসিধা সাজ পোশাক আর অভিনয়ে মাত করেছেন বিনোদনদুনিয়া। ২০০৩ সালে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করা এ অভিনেত্রী এরপর ডাক্তারি পড়াশোনা চলাকালীন ফের প্রস্তাব পান ছবিতে কাজ করার। ‘প্রেমাম’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে প্রত্যাবর্তন হয় বড় পর্দায়। তারপর থেকে কাজ করে চলেছেন অগণিত।


কিন্তু সম্প্রতি প্রকাশ পাওয়া কিছু ছবিতে ধর্মীয় আচার-বিধি পালন করতে দেখা যায় তাকে। আর এ থেকেই গুঞ্জন ওঠে: অভিনয়ে ইতি টানতে চলেছেন পল্লবী।
যদিও এর আগে থেকেই শোনা গিয়েছিল, অভিনয় ছেড়ে পুরোপুরি ডাক্তারি পেশায় ফিরে যাচ্ছেন অভিনেত্রী। জর্জিয়া থেকে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কোয়েম্বাতুরে নিজের হাসপাতালও রয়েছে তার। তাই নিজেকে পুরোদস্তুর ডাক্তার হিসেবেই হয়তো নিজেকে গড়ে তুলতে চান সাই।


কিন্তু হঠাৎই ধর্মীয় সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটপাড়ার একাংশের দাবি, ধর্মের কারণেই অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি! সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবা-তে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই সাই পল্লবীর অভিনয় ছাড়ার এই জল্পনা জোরদার হয়েছে। তবে এটাই প্রথমবার নয়, বরাবরই ভীষণ রকম ধার্মিক তিনি। বিভিন্ন সময় নিজের আধ্যাত্মিক সত্তার নানা ছবিও পোস্ট করেন সাই। তবে ক্যারিয়ারের এতটা সফল পর্যায়ে এসে সত্যি সত্যি অভিনয় ছেড়ে যাবেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না।

 

 

বিএ/ 

আর্কাইভ