• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সংগ্রামী নারীর ভূমিকায় ববি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ১২:৩৮ এএম

সংগ্রামী নারীর ভূমিকায় ববি

বিনোদন ডেস্ক

নতুন বছরে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। গ্রাম এবং শহরের দুইজন নারীর শেকল ভাঙার গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। এতে সংগ্রামী নারীর ভুমিকায় দেখা যাবে ববিকে।

‘মেঘনা কন্যা’ শিরোনামে ছবিটি পরিচালনা করবেন ফুয়াদ চৌধুরী। এস জে মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হবে ছবিটি।

নতুন ছবির বিষয়ে গণমাধ্যমকে ববি বলেন, “নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল ‘বিজলী’। ‘মেঘনা কন্যা’ও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। ছবিটিতে নতুন ববিকে পাবেন দর্শকেরা।”

ববি ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ সহ অনেকেই। আগামীকাল আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে ছবিটির ঘোষণা ও সকল শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আর্কাইভ