• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চতুর্থ বিয়েটা কি করেই ফেললেন শ্রাবন্তী?

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৯:১৫ পিএম

চতুর্থ বিয়েটা কি করেই ফেললেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক

অভিনয় জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ পর্যন্ত তিন বিয়ে করেছেন তিনি। টেকেনি একটি সংসারও। 

সম্প্রতি এ নায়িকাকে নববধূর সাজে দেখা গেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শ্রাবন্তীর ওই ছবি দেখে নেটজেনদের প্রশ্ন— তবে চতুর্থ বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী। হয়েছেন কটাক্ষের শিকারও। যদিও ছবিগুলো শ্রাবন্তীর ফটোশুটের। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ভিডিও শুট করেছেন নায়িকা।

কমলা ও রানি পিঙ্ক ডুয়েল টোনের সিল্ক, সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ ও গোলাপি ভেল পরেছেন নায়িকা। মাথায় শোলার মুকুট, পরনে সোনার গহনা, গালে কপালে চন্দনের কল্কা, বেশ মিষ্টিই দেখাচ্ছে অভিনেত্রীকে।

তবে শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখে চটেছে একদল নেটিজেন। কেউ লিখেছেন— ‘চার নম্বর বিয়েটা হয়ে গেল নাকি? 

একজন লেখেন— ‘তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করেই নাও’। 

কেউ লিখেছেন— ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’

আবার কেউ লিখেছেন— ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে? মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।‍‍` তবে বরাবরের মতো এবারও ট্রলারদের পাত্তা দিতে নারাজ নায়িকা। শ্রাবন্তী এখন ব্যস্ত, তার আগামী ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রচারে।

আর্কাইভ