• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মায়ের ক্যানসার আক্রান্তের খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাখি (ভিডিও)

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০২:৫১ এএম

মায়ের ক্যানসার আক্রান্তের খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাখি (ভিডিও)

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের মা জয়া সাওয়ান্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) ইনস্টাগ্রামে লাইভে এসে এসব তথ্য জানান আলোচিত এই অভিনেত্রী।

এসময় কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রাখি। বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী বলেন— ‘গতকাল রাতে মারাঠি বিগ বস থেকে বেরিয়ে এসেছি। আমার মা ভালো নেই। মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে; সেখানে ক্যানসারের জীবাণু পেয়েছেন ডাক্তাররা। এখন ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। আপনারা আমার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’

মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়েছে রাখির মা জয়া সাওয়ান্তকে। লাইভে কথা বলার পাশাপাশি তার মাকেও দেখান তিনি। রাখির মা হাসপাতালের বিছানায় অচেতন হয়ে শুয়ে আছেন।  

লাইভে ডাক্তারের সঙ্গেও কথা বলতে শোনা যায় রাখিকে। এসময় ডাক্তার বলেন, ‘ওনার শরীরের বাম পাশটি পক্ষাঘাতগ্রস্ত। একটি নমুনা বের করে ল্যাবে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার ফলাফল আসবে এবং তখনই আমরা জানতে পারব তার কতটা রেডিয়েশন প্রয়োজন। তবে ক্যানসার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এখনই অস্ত্রোপচার সম্ভব নয়।’

আর্কাইভ