• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এই তীব্র শীতের মাঝেও থেমে নেই পরীমনি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ১২:৩৫ এএম

এই তীব্র শীতের মাঝেও থেমে নেই পরীমনি

বিনোদন ডেস্ক

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে শীত উপেক্ষা করে অভিনেত্রী পরীমণিসহ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন শুধুমাত্র প্রচারণার তাগিদে।

পরীমণি বলেন, ‘আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রধান দর্শকরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে, আসছে ২০ জানুয়ারি।’

বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।’

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই তারকা দম্পতি রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। তাদের বিচ্ছেদ ইস্যুতে সরব ছিল সোশ্যাল মিডিয়া। তবে সব জল্পনা উড়িয়ে ফের এক হয়েছেন এই দম্পতি। খুব শিগগির দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। জানা গেছে, ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসর। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

আর্কাইভ