• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

আবারও আদালতে যেতে হলো জ্যাকুলিনকে

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৯:০৪ পিএম

আবারও আদালতে যেতে হলো জ্যাকুলিনকে

বিনোদন ডেস্ক

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় হাজিরা দিতে আবারও আদালতে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে।

শুক্রবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজিরা দেন তিনি। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী।

এই অর্থ পাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকুলিন।

২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)।

গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।

আর্কাইভ