• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শুটিংয়ের সময় শুধু শসা খেয়ে থাকতেন কেট হাডসন

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৮:৪০ পিএম

শুটিংয়ের সময় শুধু শসা খেয়ে থাকতেন কেট হাডসন

বিনোদন ডেস্ক

গেলো ২৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মিস্ট্রি জেনেরিক সিনেমা ‘গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’। ২০১৯ সালে মুক্তি পাওয়া ব্যাপক প্রশংসিত সিনেমার সিকুয়েলটিও সাড়া ফেলেছে। মুক্তির প্রথম সপ্তাহে ৮৩ মিলিয়ন ঘণ্টার বেশি দেখা হয় সিনেমাটি। জায়গা পায় প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা ১০ সিনেমার তালিকাতেও।

প্রধান চরিত্রে ড্যানিয়েল ক্রেগ থাকলেও অনেক দিন অভিনয়ে অনিয়মিত কেট হাডসনও সাড়া জাগিয়েছেন। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের সময়ের মজার ঘটনা ভাগাভাগি করেছেন এই অভিনেত্রী। 

‘নাইভস আউট’-এর সিকুয়েলে কেট হাডসনকে দেখা গেছে কমলা রঙের বিকিনিতে। তাঁর সেই ‘টু পিস’ এতটাই জনপ্রিয় হয়েছে যে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মডেলই একই ধরনের পোশাকে ছবি পোস্ট করেছেন। ছবির প্রচারণা উপলক্ষে ‘দিস মর্নিং শো’তে হাজির হয়েছিলেন কেট হাডসন। সেখানেই ‘গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’র অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

কেট হাডসন জানান, সিনেমাটিতে তাঁর বিকিনি পরা দৃশ্যের জন্য বিশেষ ডায়েট মেনে চলতে হতো। শুটিংয়ে সবাই ভালো-মন্দ নানা কিছু খেলেও তাঁকে থাকতে হয়েছে কেবল শসা খেয়েই। ‘সবাই যখন নানা ধরনের খাবার ও পানীয় নিয়ে ব্যস্ত, আমি তখন শটের অপেক্ষায়। আমার খাওয়া বলতে শুধু শসা।’ ‘তখন কোভিডের ডেলটা ধরন সারা দুনিয়ার মাথাব্যথার কারণ। এর মধ্যেই আমরা শুটিং করেছি। একটা বার ভাড়া করা হয়েছিল। সেখানে সবাই মিলে পার্টি করতাম। দারুণ মজা হয়েছে।’

‘গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’-তে কোভিড মহামারি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। কেট হাডসন জানান, মহামারির মধ্যেই বিশেষ সতর্কতা নিয়ে শুটিং করেছিলেন তাঁরা।

 

 

 

এনএমএম/

আর্কাইভ