• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গেরুয়া বদলে সাদা

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৭:৪৬ পিএম

গেরুয়া বদলে সাদা

বিনোদন ডেস্ক

গেরুয়ায় কি আর মন নেই দীপিকা পাড়ুকোনের?

গেরুয়া বিকিনি দরকারে যে প্রাণ কাড়তেও পারে, সেটাই দেখে নিয়েছেন নায়িকা। তাঁর গায়ে ‘বেশরম’ তকমা তো লেগেইছে। পাঠান ছবি নিয়ে বিতর্কের আগুন ভারতজুড়ে জ্বলছেই। কোথাও শাহরুখ খানের কুলখানি হচ্ছে। কোথাও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে উত্তাল পরিবেশের মধ্যে ১০টি কাট সেন্সর কাট নিয়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। তাই কি ‘বেশরম রং’-এ অনীহা দীপিকার? শান্তির খোঁজে সম্ভবত তাই বেছে নিয়েছেন সাদা পোশাক।

সি থ্রু পোশাকের নীচে হলুদ মনোকিনি। এ ভাবেই স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সদ্য পেরিয়ে আসা জন্মদিনে তাঁকে দেখা গিয়েছে সমুদ্রের বুকে। পুরোটাই ভিডিও করেছেন রণবীর স্বয়ং।

এনএমএম/

আর্কাইভ