• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রচণ্ড শীতে শুটিংয়ে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল: সামিরা মাহি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৭:০৭ পিএম

প্রচণ্ড শীতে শুটিংয়ে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল: সামিরা মাহি

বিনোদন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। এই শীতের মধ্যে রাস্তায় বের হওয়াই সেখানে কঠিন হয়ে পড়েছে সেখানে শুটিং করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।

শুক্রবার (৬ জানুয়ারি) প্রচণ্ড শীতের মধ্যেই একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী। প্রাণ মেঙ্গেবারের একটি বিজ্ঞাপনচিত্র এটি। শুক্রবার দিনভর এটির শুটিং হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। নির্মাণ করেছেন সাবিন।

মাহি বলেন, ‘জীবনে প্রথম এত শীতের মধ্যে শুটিং করলাম। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এমন ঠান্ডা পড়ছিল, মনে হচ্ছিল দম হয়ে যাবে। তারপরও খুব আন্তরিকাতর সঙ্গেই শুটিংটি করেছি। কারণ এটা আমার কাজ। যে কোনো পরিস্থিতেই আমাকে সেরাটাই দিতে হবে।’

মাহি জানান, এটি তার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। গত ঈদে প্রচারিত হয় তার প্রথম বিজ্ঞাপনচিত্র। সেটি ছিল টেলিটকের। এরপর নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে একটি ড্রিংকসের বিজ্ঞাপনচিত্র করেছেন তিনি। সেটি এখনো প্রচারের অপেক্ষায়।

এদিকে মাহি জানিয়েছেন, শিগগিরই পরিবারের সঙ্গে ভারতে বেড়াতে যাচ্ছেন তিনি। ফিরবেন চলতি মাসের মাঝামাঝি সময়ে। এসেই শুরু করবেন নাটকের শুটিং।

আর্কাইভ