• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে কারণে এক হলেন রাজ-পরীমনি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৯:৩৩ পিএম

যে কারণে এক হলেন রাজ-পরীমনি

বিনোদন ডেস্ক

স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে পরিষ্কার করে না বললেও তাদের এক হওয়ার প্রধান কারণ যে তাদের ছেলে তা তাদের কথাতেই বোঝা গেছে। রাজ্যই বাবা-মায়ের আলগা বাধন আবারও শক্ত করেছেন।

বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

পরে রাতে শরিফুল রাজ বলেন, আমাদের সন্তান রাজ্য আমার বেঁচে থাকার নিঃশ্বাস। তাকে প্রতিদিন জড়িয়ে না ধরলে ভালো লাগে না। তাকে ঘিরেই বেঁচে আছি। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে।

গত ৩০ ডিসেম্বর পরীমনি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লিখে রাজের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তারপরে জানুয়ারি মাসের প্রথম দিন ভোর ৫টার দিকে নিজের ফেসবুক এক পোস্টে বিছানা-বালিশে রক্তের দাগ লেগে থাকা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের কথা বলেছিলেন। যদিও তিনি সংবাদ সম্মেলন করেননি। ফেসবুকে বিচ্ছেদের কারণ জানিয়েছিলেন পরীমনি।

আর্কাইভ