• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হঠাৎ কেন বৃন্দাবনে বিরাট-আনুশকা? ভিডিও ভাইরাল

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৭:০৪ পিএম

হঠাৎ কেন বৃন্দাবনে বিরাট-আনুশকা? ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

মথুরার বৃন্দাবনে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতি। সঙ্গে ছিলেন তাদের শিশুকন্যা ভামিকা।

পাপারাজ্জিদের ফাঁকি দিয়েই সেখানে পৌঁছান এ তারকা দম্পতি। বাবা নিম করোলির আশ্রমে গিয়ে প্রার্থনা করে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

হঠাৎ আনুশকা ও কোহলির বৃন্দাবনে যাওয়া নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাদের ভক্তদের মধ্যে।

আশ্রম থেকে বিরুষ্কার একগুচ্ছ ছবি এবং ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। একই সঙ্গে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বাবা বিরাট, মা আনুশকাও প্রার্থনায় মগ্ন, কোলে বসে থাকতে দেখা গেছে ছোট্ট ভামিকাকেও। যদিও এ ভিডিও ভাইরাল হলেও সেখানে মুখ দেখা যায়নি ভামিকার, ইমোজি দিয়ে ঢাকা।

ভাইরাল হওয়া কিছু ছবিতে আনুশকা ও বিরাটকে আশ্রমে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়। বিরাট একটি কালো টি-শার্ট, টুপি ও প্যান্টের সঙ্গে একটি জলপাই সবুজ জ্যাকেট পরেছিলেন। আর আনুশকার দেখা মিলল কালো জ্যাকেট ও সাদা টুপিতে।

তাদের দুজনের মুখেই ছিল মাস্ক। সাদা সোয়েট শার্টের সঙ্গে গোলাপি রঙের সোয়েট প্যান্ট পরে দেখা মিলেছে ভামিকার।

তারকা এ দম্পতি আশ্রমে এক ঘণ্টা সময় কাটান ধ্যানে করে। গত বুধবার সকালে দুজনে বৃন্দাবনে পৌঁছান এবং কম্বল বিতরণ করেন। এর পরই বেশ কিছু অনুরাগীর সঙ্গে তোলা ছবিও ভাইরাল হয়েছে দম্পতির।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও মেয়ে ভামিকাকে নিয়ে উত্তরাখণ্ডের এক আশ্রমে গিয়েছিলেন বিরুষ্কা। তারা তখন ভামিকাকে নিয়ে গিয়েছিলেন বিখ্যাত কাঞ্চি ধামে।

আর্কাইভ