• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমরা ৩ দিন ধরেই একসঙ্গে আছি: পরীমনি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৬:৪০ পিএম

আমরা ৩ দিন ধরেই একসঙ্গে আছি: পরীমনি

বিনোদন ডেস্ক

স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা।

বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

তবে শিলার পর এবার খোদ পরীমনিই জানান, তারা এখন একই ছাদের নিচে বসবাস করছেন।

বৃহস্পতিবার বিকালে পরীমনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সব কিছু। এখন এটুকুই বলব।

পরীমনির এমন দাবি প্রসঙ্গে কোনো মন্তব্য পাওয়া যায়নি শরিফুল রাজের।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পরীমনি ও রাজ ইস্যু ঢালিউডে টক অব দ্য টাউন। রাতের আঁধারে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছিলেন পরীমনি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলারও অভিযোগ করেন। দুজনের কথাতেই মনে হয়েছিল, তাদের সংসার ভেঙে যাচ্ছে। 

আর্কাইভ